যশোর প্রতিনিধি // বাংলাদেশ সেনাবাহিনী যশোর ক্যান্টনমেন্টের সিগ্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের ব্যবস্থাপনায় গতকাল সকালে যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গার হযরত শাহ ওয়ালিউল্লাহ (র.) ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীলকালীন এক্সারসাইজ প্রশিক্ষণ চলাকালীন যশোর বাহাদুরপুরস্থ গ্যাসফিল্ডে অবস্থানকারী সেনা ইউনিটের পক্ষে প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিগ্যাল কোরের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবির, এনডিসি, পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন,সিগ্যাল কোরের মেজর মোহাম্মদ আমজাদ হোসেন, ডিএএ এন্ড কিউ এমজি, এসটিসি এন্ড এস। অনুষ্ঠানে বড় বালিয়াডাঙ্গা, বাহাদুরপুর, শাহপুরসহ আশেপাশের এলাকার প্রায় ৩ শতাধিক গরিব অসহায় দুস্থদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে এই কম্বল বিতরণের উদ্যোগ নেন সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।