মাগুরা প্রতিনিধি // রাজা সীতারাম রায়ের রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখার জন্য মাগুরার মহম্মদপুরে আসেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।গতকাল রোববার সকালে তিনি মহম্মদপুরে রাজবাড়িতে আসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও ছেলে স্কটল্যান্ডের সেন্ট এন্ডৌজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের লেকচারার ড. মেলিন্ডা ব্যানার্জি।
তিনি রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি, সামনের দোল মঞ্চ, দুধ পুকুরসহ বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মূলত এসেছিলাম রাজা সীতারামের রাজপ্রাসাদ, দুর্গ, দোলমঞ্চ মন্দিরের যা কিছু ধ্বংসাবশেষ দেখা সম্ভব সেটা দেখতে। এখানে এসে খুবই বিস্মিত, আহ্লাদিত এবং আনন্দিত হয়েছি যে, সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারের প্রয়াসে এবং বিশেষভাবে এই জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজা সীতারামের ঐতিহাসিক কাছারি বাড়ি বা ঐতিহাসিক দোলমঞ্চ তার পুনরুদ্ধার, সংরক্ষণ সম্ভব হয়েছে।
এরপর তিনি স্থানীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের প্রতিষ্ঠিত বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন আল আজাদ, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।