নড়াইল প্রতিনিধি // কখনো ধর্ম ভাই কখনো বা মামা, কাকা অথবা অন্য সম্পর্ক তৈরি করে বাড়িতে প্রবেশ করে। এরপর সুযোগ বুঝে দল নিয়ে ডাকাতি করে লুটে নেয় সর্বস্ব।এমনি এক ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তারের পর তাদের ডাকাতির ধরন সম্পর্কে এসব তথ্য জানান লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
২০২১ সালে নড়াইলের লোহাগড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির দেড় বছর পর তাদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ।গত শনিবার (৭ জানুয়ারি) ভোর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. ওয়াদুদ শেখ ছেলে ও দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের ভাই আব্দুর নূর তুষার (২৩), আব্দুর রাজ্জাক শেখের ছেলে মো. সিজু ওরফে সাজ্জাত (২৫) ও মো. মিজানুর রহমানের ছেলে মো. জসিম খান (২৩)। গ্রেপ্তারকৃত তিন ডাকাত সদস্যের বাড়ি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কালনা গ্রামে ২০২১ সালের ১৫ জুন দিবাগত রাতে সৌদি প্রবাসী পলাশ মুন্সির বাড়িতে পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল গেটের তালা ভেঙে প্রবেশ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে পলাশের স্ত্রী ও বোনেকে জিম্মি করে থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, দুটি মোবাইলসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি কালে পরিবারের সদস্যদের নির্যাতন করে শারীরিক ভাবে যখম করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়।
ওই ডাকাত দলের সদস্যরা জেলার বিভিন্নস্থানে চুরি ডাকাতির একাধিক ঘটনা ঘটিয়েছে। এদের প্রধান টার্গেট জেলার প্রবাসীদের বাড়িগুলো। তারা ডাকাতির আগে দীর্ঘদিন ধরে যেকোনো পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে পরে সুযোগ বুঝে তারা সব লুটে নেয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, প্রবাসীর স্ত্রীর মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির পর তুষার আত্নগোপনে ভারতে ছিল আট নয় মাসের মতো। জেলার বিভিন্ন থানায় তার নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।