অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি //
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মোংলা, পুরাতন মোংলা ও খুলনাস্থ পোর্ট এলাকার শীতার্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। মোংলা বন্দর কর্তৃপক্ষেরচেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা একজন মানবীয় গুনাবলী সম্পন্ন বৃহৎ হৃদয়ের মানুষ। তার উদ্যেগে প্রায়ই সমাজ সেবামুলক কার্যক্রম গ্রহণকরা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় বন্দর সদর দপ্তরের সামনে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় শীতার্থদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার এন্ড মেরিন), মোঃ শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন), জনাব মতিয়ার রহমান, নির্বাহি প্রকৌশলী সিভিল হাড্রলিক, সহ বন্দরের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ।
কম্বল বিতরণ শেষে বন্দর চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের গরীব প্রতিবেশী যারা শীতে কস্ট পাচ্ছে শীতবস্ত্র – কম্বল কেনার সামর্থ নেই তাদের সাহায্য করুন, আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।