মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। “চিংড়ী উৎপাদনে উল্লেখযোগ্য অবদানে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত খুলনার পাইকগাছার চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচারের সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকেউপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ সরকারী কর্মকর্তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত রিপনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন,সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,উপজেলা প্রকৌশলী শফিন সোহেব,থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ও ইমান উদ্দীন,সিএ আব্দুল বারী,ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান,মোঃ জামিলুর রহমান রানা,শামীম মোর্শেদ,লোটাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়্যাল ফিস ট্রেডিং এর কার্যালয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ,সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান ,আব্দুল আজিজ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান,মানছুর রহমান জাহিদ,জালাল উদ্দীন জামিনুর রহমান রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।