মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বিএনপি ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ২০২৫ খ্রি: উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে স্হানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় কাজী খায়রুজ্জামান শীপন বলেন,দল কাকে মনোনয়ন দিল সেটা বিবেচ্য বিষয় নয়,আমার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত বহমান। এ জনপদে দীর্ঘদিন কাজ করেছি,নেতাকর্মীদের ঐক্যবদ্ব রেখেছি।
বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তব পরিকল্পনা। আমরা চাই, কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পায়, তরুণরা যেন চাকরির সুযোগ পায়, পরিবারগুলো যেন নিরাপদ থাকে। ধানের শীষের ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।