1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
কয়রা-পাইকগাছাবাসীর ভাগ্য উন্নয়নে সেবক হিসেবে কাজ করে যেতে চাই: মনিরুল হাসান বাপ্পি - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা ১ আসন দাকোপ বটিয়াঘাটার গণমানুষের বন্ধু আলহাজ্ব আমীর এজাজ খান এর নমিনেশন পাওয়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণ মিছিল। কয়রা-পাইকগাছাবাসীর ভাগ্য উন্নয়নে সেবক হিসেবে কাজ করে যেতে চাই: মনিরুল হাসান বাপ্পি আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ডুমুরিয়ায় দাতা সংস্থা GAIN এর সহযোগিতায় শিশুদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত কল্পে পুষ্টি ক্যান্টিনের শুভ উদ্বোধন যশোরে গভীর রাতে ককটেল হামলা আওয়ামী লীগের তিন কর্মীর বাড়িতে আতঙ্ক চিতলমারীতে বদনা-গয়না ফিরে পেলেন সেই ভুক্তভোগী গৃহবধূ, বরখাস্ত -২ যশোরে গরু চুরির সময় গণপিটুনিতে আহত এক চোর বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়িয়ে দিয়েছে চোরাকারবারির গাড়ি খুলনায় এনসিপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা অবশেষে খুলনা মহানগর বিএনপিতে ঐক্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও এবং কর্মরত এসিল্যান্ড কে ফুলের শুভেচ্ছা  পুলিশি সতর্কতা’র মধ্যেই এবার যশোরে যুবলীগের মিছিল যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু আটক যশোরে বিএনপি ও শ্রমিকদল নেতাসহ পাঁচজনকে কুপিয়ে জখম আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো ২ দিনব্যাপী সিএসই ফেস্ট-২০২৫ বটিয়াঘাটার ৩ ইউনিয়নে জিয়াউর রহমান পাপুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের ‎ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ‎খুলনা জেলা শাখা, খুলনা ‎

কয়রা-পাইকগাছাবাসীর ভাগ্য উন্নয়নে সেবক হিসেবে কাজ করে যেতে চাই: মনিরুল হাসান বাপ্পি

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি (খুলনা ৬) কয়রা-পাইকগাছা উপজেলার মানুষের মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দৈনিক নতুন সময়ের প্রতিনিধি শেখ সেকেন্দার আলীর সাথে তিনি তুলে ধরেন তার স্বপ্ন ,সম্ভাবনা , খেটে খাওয়া মানুষের দু:খ দুদর্শা থেকে পথ দেখান উত্তরনে, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সুন্দরবনের কোল ঘেষা অবহেলিত কয়রা-পাইকগাছার জনসাধারণ সব সময় বঞ্চিত হয়ে আসছে। এই অঞ্চলের জনপ্রতিনিধিরা নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, কিন্তু এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই এই অবহেলিত কয়রা-পাইকগাছায় ধানের শীষ প্রতীক আমার (এস মনিরুল হাসান বাপ্পী’র) হাতে তুলে দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার উপরে আস্থা রেখেছেন। উল্লেখ্য ছাত্রজীবন থেকে শুরু করে ৩৫ বছরের রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমি একাধিকবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ইউনিয়ন কে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলেছি। তার ফল স্বরূপ একাধিক বার স্বর্ণপদক প্রাপ্ত হয়েছি। আমি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ২০১৪ সালের ৪র্থ ধাপের উপজেলা নির্বাচন করেছি।

আমি নিজ অর্থায়নে শ্রীফলতলা ইউনিয়নে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা, খুলনা জেলার মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান, সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির ও যজ্ঞ অনুষ্ঠানে অনুদান প্রদান, মতুয়া সম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা প্রদান, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ভক্তদের উপসনালয়ে আর্থিক সহায়তা প্রদান, ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান, দুর্গাপূজা, দোলযাত্রা, বাসন্তী পূজায় আর্থিক সহায়তা প্রদান করেছি। যুবসমাজ কে মাদক বিরোধী করতে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে খেলাধুলার প্রতি আকৃষ্ট করেছি। ভাঙ্গন কবলিত কয়রা-পাইকগাছায় সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা এবং অঞ্চল ভিত্তিক জনসাধারণ কে সুসংগঠিত করে সকল প্রকারের নৈরাজ্য প্রতিহত করা।

ফ্যাসিবাদী সরকারের দায়ের করা মিথ্যা ভিত্তিহীন মামলায় আইনী কার্যক্রম পরিচালনার জন্য কয়রা-পাইকগাছা সহ খুলনা জেলার নেতাকর্মী সমর্থকদের আর্থিক সহায়তা সহ সার্বিক সহযোগিতা করা। খুলনা জেলা সহ কয়রা-পাইকগাছা উপজেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করে রাজনৈতিক কর্মসূচি সফল করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে গতিশীল করেছি।

সুবিধাবঞ্চিত এই অঞ্চলের জনসাধারণের জন্য আমার জন্য আমার অনেক গুলো কর্ম পরিকল্পনা রয়েছে। আমি জনসাধারণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদের কয়রা-পাইকগাছার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তবে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতি আমার প্রথম গুরুত্ব থাকবে। তারই সাথে সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক সংস্কারে গুরুত্ব থাকবে। এই অঞ্চলের আরেকটি বড় সমস্যা বিশুদ্ধ পানি সংকট, আমি বিশুদ্ধ পানির সমস্যা দূরীকরণে অঙ্গীকারবদ্ধ। কয়রা-পাইকগাছায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় আধুনিকতার ছোঁয়া লাগাতে চাই, অন্তত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে রোগীর সেবার মান বৃদ্ধি করতে বিশেষজ্ঞ ডাক্তার দের উপস্থিতি নিশ্চিত ও আসন বৃদ্ধি করা এবং কয়রাতে ২৫০ শয্যাশায়ী হাসপাতাল প্রতিষ্ঠা করা।

অপর সম্ভাবনার কয়রা পাইকগাছা জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি করা আমার মূল লক্ষ্য, তাই সুন্দরবন অঞ্চল কে কেন্দ্র পর্যটন শিল্পের প্রসার ঘটাতে খুলনা থেকে কয়রা-পাইকগাছা যাতায়াত পথ সহজবোধ্য করতে শিবসার উপর দিয়ে ব্রিজ নির্মাণ করে খুলনা থেকে সরাসরি ফোর লাইনের রাস্তা তৈরি করে পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে এই অঞ্চলের বেকারত্ব ঘোচাতে পারবো বলে আশাবাদী।

এই অঞ্চলে ঝরে পড়া শিশুর সংখ্যা বেশি তাই শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত করে বেকার সমস্যা দূর করতে চাই। তেমনি যোগ্যতার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করতে কাজ করতে চাই, মাদক কে না বলে যুবসমাজ কে খেলাধুলায় মনোযোগী করতে চাই, কয়রায় মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে, এই অঞ্চল কে নগরীর আদলে বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ইজারা দেয়া খাল সহ অন্যান্য গুলোর পলি অপসারণ ও খননের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে চাই। যাতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা চলমান থাকে।

বাংলাদেশের কুয়েত খ্যাত খুলনা এই কয়রা-পাইকগাছা’র চিংড়ির উপরে উপাধিপ্রাপ্ত, তো মৎস্য চাষীদের পাশে থেকে মৎস্য খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, তেমনি বনদস্যু ও জলদস্যু মুক্ত সুন্দরবন এলাকা গড়ে তুলতে চাই, ইতিমধ্যেই প্রশাসন বিশেষ অভিযান শুরু করে কয়েকজন কে আটক করেছে, ইহা যাতে চলমান থাকে সেদিকে খেয়াল থাকবে, যেখানে মৎস্যজীবীরা নিরাপদে আরোহন করে জীবিকা নির্ভর করতে পারে।

ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমার পদচারণায় উপজেলায় ইউনিয়নে অনেকটা পরিবর্তন শুরু হয়েছে, তাই অপরাধী যেই হোক এই সকল ক্ষেত্র আমার অবস্থান জিরো টলারেন্স। আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করেছে প্রতিহিংসা পরায়ণদের বিএনপিতে ঠাই নাই, আমিও তার ব্যতিক্রম নয়। আমি আশাবাদী চলমান উন্নয়ন নয় দৃশ্যমান উন্নয়ন করে জনসাধারণের মনিকোঠায় স্থান করে নিতে চাইরাজনৈতিক জীবন এস এম মনিরুল হাসান বাপ্পী’র বর্তমান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্ররাজনীতিতে সরকারি রুপসা কলেজ ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচিত জিএস, খুলনা জেলা ছাত্রদলের সদস্য, সম্পাদক ও সহ-সভাপতি পদে দায়িত্ব পালন, রুপসা উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।তিনি শ্রীফলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত স

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।