মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জান্নাতুল বাকী ঈদগাহ ময়দানের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার বিকালে ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঈদগাহ কমিটির সভাপতি ও কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হারুন অর রশিদ আজম দীর্ঘদিন ধরে ঈদগাহের নামে আদায়কৃত অর্থ আত্মসাৎ করেছেন।
তারা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাঠ ভরাট, মাহফিল আয়োজন ও কোরবানির পশুর হাট থেকে আদায়কৃত টাকার কোনো হিসাব তিনি দেননি। বরং ওই অর্থ আত্মসাৎ করেছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, হারুন অর রশিদ আজমের প্রভাবে ভূমিদস্যুরা ঈদগাহ মাঠ দখল করে নিয়েছে। ফলে বর্তমানে ঈদের নামাজ আদায়ের উপযুক্ত স্থান নেই। এ সময় তারা প্রশাসনের কাছে দখলমুক্ত মাঠ ফেরত দেওয়ার পাশাপাশি আত্মসাৎ করা টাকা উদ্ধারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ আজম বলেন, “আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। প্রতি ঈদের নামাজের পর আমি সবার সামনে হিসাব উপস্থাপন করি। আমাকে হেয় করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
মানববন্ধনে অংশ নেন মো. আরাফাত হোসেন, মো. হাফিজুর রহমান হাফিজ, মাওলা গাজী, সাইদুল ইসলাম, কবির গাজী, মো. আ. বাশার, আ. লতিফসহ শতাধিক নারী-পুরুষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।