মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি।। কয়রায় ভুয়া দাতা সাজিয়ে জালিয়াতি করে জমি লিখে নেওয়ায় অভিযোগে মামলা দায়ের। ঘটনাটি ঘটেছে উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে। এর বিচার দাবী করে আসল জমির মালিক জামেনা খাতুন বিজ্ঞ আদালত মামলা দায়ের করেন।
মামলার আসামী হিসেবে তার স্বামী ইদ্রিস আলী সানা, দলিল লেখক রইজ উদ্দিন সরদার, জমির সনাক্ত কারী হাদিউজ্জামান, কয়রা উপজেলার সাবেক সাব রেজিস্ট্রার সুব্রত শিং ও জমি গ্রহিতা আফরোজা খাতুনের নাম উল্লেখ মামলা দায়ের করেন। মামলা নং ৫৯৯/২৫ মামলাটি তদন্তের জন্য সি আই ডি কে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। মামলার এজাহার থেকে যানা যায়, নাকশা মৌজার ১৯৭ খতিয়ানে ১৮৪ দাগের ৮ শতক জমি মতিয়ার রহমানের কাছ থেকে কাছ থেকে জামেনা ক্রয় করে ভোগদখল করে আসছে। জামেনা খাতুনের স্বামীর ২জন স্ত্রী থাকায় পারিবারিকভাবে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। জামিনা খাতুন ইটের ভাটায় কাজ করে বহু কষ্ট করে টাকা জোগাড় করে জমি ক্রয় করে। উক্ত জমির দলিল তার স্বামী ইদ্রিস সানার কাছে রাখে। এই সুযোগে ইদ্রিস আলী সানা অন্য এক নারীকে তার স্ত্রী জামেনা খাতুন সাজিয়ে দলিল লেখক, সনাক্তকারী ও সাব রেজিস্ট্রার দের সহযোগিতার উক্ত জমি আফরোজা খাতুন নামের এক নারীর কাছে বিক্রি করে দেয়।
জমির আসল মালিক জামিনা খাতুন জানতে পারে যে তার জমি জালিয়াতি করে বিক্রি হয়ে গেছে। তার জমি ফেরত পেতে ও এহেন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি। এ ব্যাপারে ইদ্রিস আলী সানা জানান আমি জালিয়াতি করে জমি লিখে দেয়নি জামেনা খাতুন সে নিজেই জমি লিখে দিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।