পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গহর আলী দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।
গত (৫ সেপ্টেম্বর-২৫) মাদ্রাসার মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান ও কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐদিন রাতে ফেসবুকের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কুরুচিপূর্ণ লেখালেখি হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পরবর্তীতে শনিবার (০৬ সেপ্টেম্বর-২৫) কাস্তা নতুন বাজারে এক সভায় স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনার সমাধান করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, মাদ্রাসার এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান বাবু, ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজউদ্দিন শেখ, চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি আক্তার হোসেন, এনামুল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উভয় পক্ষ নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটান এবং সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীরা পূর্বের মতোই মাঠে খেলাধুলা করবে তবে প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।