পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলাধীন সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা বাজারে মাদক ও জুয়া প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাজারের বকুলতলা চত্বরে ওই সভার আয়োজন করা হয়।
শনিবার (৩০ আগস্ট-২৫) রাতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় কাস্তা বাজার উন্নয়ন কমিটির সভাপতি তুষার কান্তি সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজ শেখ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মিলন হোসেন, ৫নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বাবু, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, কাস্তা উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি বজলুর রহমান, পল্লী চিকিৎসক নাসির উদ্দিন, সাংবাদিক আক্তার হোসেন, বাজারের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা জাকির হোসেনসহ বাজারের দোকানদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এর বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা কাস্তা বাজারকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ বাজার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।