 
							
							 
                    পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ কেশবপুর আসনের ভোটাররা। যশোর-৬ আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সোমবার ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রেখেছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা।
এরই প্রেক্ষিতে কেন্দ্রিয় নিরবাহী কমিটি বিএনপি ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে রোববার (২৪ আগস্ট-২৫) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা।
এসময় নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম বুলবুল প্রমুখ।
অপরদিকে, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। রোববার (২৪ আগস্ট-২৫) বেলা ১টার পর মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন আলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন।
অপরদিকে, সকালে উপজেলা বণিক সোসাইটির পক্ষ থেকে কেশবপুরে আসনের অখন্ডতা বজায় রেখে ভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন যশোর জেলা নির্বাচন কর্মকর্তার নিকট। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বণিক সিটির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর কবির।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।