মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও নারীদের ভাগ্যোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে।
পাশাপাশি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হবে।তিনি বলেন, নেতারা জনগণের জন্য কাজ করবে নেতাদের পেছনে জনগণ নয়, বরং নেতারাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে এগিয়ে যাবে। নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে নারী ভোটারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মসংস্থান ও উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহবায়ক রিংকি বেগম। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ইঞ্জিনিয়ার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সল, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোতফা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভির রায়হান তুহিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনিন্দ্য ইসলাম অমিত আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।