খুলনার খবর।।খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যে শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
স্থানীয় ও হাসপাতালের সূত্রে জানা গেছে, খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের মৃত শেখ ইসমাইলের ছেলে সাইফুল কিডনির জটিলতায় গত ২০ সেপ্টেম্বর সকালেই খুমেক মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করেন। রাত ১টার পর অক্সিজেন সরবরাহ করা হলেও পরদিন ভোরে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী আব্দুল জব্বার সিলিন্ডারসহ মাস্ক অন্য রোগীর জন্য নিয়ে যান। এরপর আধা ঘণ্টার মধ্যে সাইফুল মারা যান।
সাইফুলের মা রশিদা বেগম অভিযোগ করেন, “আমার ছেলেকে রাতভর অক্সিজেন দিয়েছিলাম। ক্লিনার এটি খুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে মারা গেছে। বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন নেওয়া হয়েছে। আধা ঘণ্টার মধ্যেই ভাই মারা যায়। হাসপাতালের ওয়ার্ড বয়-ক্লিনারদের টাকা ছাড়া সেবা পাওয়া যায় না।” অভিযুক্ত কর্মচারী আব্দুল জব্বার বলেন, একজন মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন নিয়ে যাওয়া হয়েছিল।
খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সুজাত আহমেদ বলেন, “অক্সিজেনের কোনো সংকট নেই। একজন রোগী কখন অক্সিজেন পাবেন এবং কখন বন্ধ হবে, তা ওয়ার্ডের ডাক্তার সিদ্ধান্ত দেবেন। ক্লিনারের এমন কাজ অপরাধমূলক লিখিত অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।