খুলনার খবর।।খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
মৃত নারী ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে মোস্তার মোড়ে ভাড়া বাসায় থাকতেন।গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা এবং শিল্পী।
স্থানীয়রা জানায়, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সুপ্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযান জোরদার করে প্রথমে ইউসুফ ও পরে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেপ্তারের বিশেষ অভিযানের সময় ওই নারীর মরদেহ উদ্ধার হয়। পরে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। নিহত নারী জীবিকার প্রয়োজনে মোস্তার মোড়ে ভাড়া বাসায় বসবাস করতেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা টাকা বা ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত নারীর ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে শিল্পী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। অন্যদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।