খুলনার খবর।।ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা এক তরুণীর ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও বানিয়ে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পর্নো সাইটে ছড়িয়ে দিয়ে চাঁদা দাবীর অভিযোগে বাগেরহাটের মোঃ তৌহিদ ওমর তপু (২৩) কে গ্রেফতার করেছে পিবিআই খুলনা।
পিবিআই সূত্রে জানা যায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের রিক্তা খাতুন (ছদ্ম নাম)-এর সঙ্গে তপুর ফেসবুকে পরিচয় হয়। কিন্তু ওই তরুণীর অন্যত্র বিয়ে হলে তপু নানান কু-প্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় তপু ও তার সহযোগীরা গোপনে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে ভিকটিমের ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়। পরবর্তীতে তিন লাখ টাকা না দিলে এসব ছবি-ভিডিও মুছে ফেলা হবে না বলে ভিকটিমের পরিবারের কাছে চাঁদা দাবি করে।
ভিকটিমের মা পিবিআই খুলনা জেলা অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামেন কর্মকর্তারা। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে খুলনার লবনচরা থানার পুটিমারী মাথাভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে তপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা’র নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পরিদর্শক (নিঃ) আব্দুল্লাহ-আল মামুন বিশ্বাস, এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান ও পিএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান।
পরে ভিকটিমের মা বাদী হয়ে তপু ও অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা করেন। মামলা নং-৩০, তারিখ-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩)(৫)(৭) তৎসহ দণ্ডবিধির ৩৮৫ ধারায় মামলা রুজু করা হয়।মামলার তদন্তভার নিয়েছে পিবিআই খুলনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।