খুলনার খবর।।খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকায় এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে আশরাফের ভাড়া বাসায় মোঃ সজিব হাওলাদার (২৬), পিতা- সিদ্দিক হাওলাদার, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের ভেতরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে দুপুর ১২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।