 
							
							 
                    ফসিয়ার রহমান।। বৃহস্পতিবার বিকালে অফিস চলাকালীন সময়ে নিজ কার্যালয়ে এসে হুইলচেয়ার দাবি করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুইজন প্রতিবন্ধী নারী।
উপজেলায় কোন হুইলচেয়ার মজুদ না থাকায় বিপাকে পড়েন ইউএনও মাহেরা নাজনীন। তাৎক্ষণিক কিভাবে দুই দুইটি হুইলচেয়ার সংগ্রহ করবেন এনিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় পড়েন তিনি। কিন্তু তাদের পরিস্থিতি এবং মানবিক দিক বিবেচনা করে, তাদের ফিরিয়ে না দিয়ে, অথবা পরে দেওয়া হবে এমন আশ্বস্ত না করে ওই সময় তাদের হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ব্যক্তিগত ভাবে তাৎক্ষণিক দুই টি হুইলচেয়ার সংগ্রহ করে দুই প্রতিবন্ধী নারী কে উপহার হিসেবে প্রদান করেন। মেঘ না চাইতেই বৃষ্টি, এমন প্রবাদ বাক্যের মতো তাৎক্ষণিক হুইলচেয়ার পেয়ে মহা খুশি হয় দুই নারী এবং তাদের মুখে হাসি ফুটে ওঠে।
এক পর্যায়ে তারা দুজনেই কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন কে দোয়া এবং আশীর্বাদ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল ও নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ আব্দুল বারী, আব্দুর রহমান হিরন্ময় ব্যানার্জি প্রমুখ
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।