খুলনার খবর।।খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশমঞ্চে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে তারা সমাবেশ মঞ্চে আসেন।
দুপুর ১২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সমাবেশ শুরু হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অর্থসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। পরে শুরু হয় ইসলামী সংগীত। পরে ৮ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান।
এর আগে সমাবেশ স্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করছেন।সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছে। ১২টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
সমাবেশের বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।