খুলনার খবর।।খুলনার রূপসার রাজাপুর এলাকায় তনুমা ঘোরামী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, তনুমা ঘোরামী স্বামী দিপক মন্ডল (৩৫) ও ১০ বছরের একমাত্র সন্তানকে নিয়ে রূপসার রাজাপুর এলাকায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার তিনি বাসা থেকে বের হয়ে খুলনা শহরে কেনাকাটা করবেন এবং সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ (প্রায় ৩০ হাজার টাকা ও ৫-৬ ভরি স্বর্ণ) বাবার বাড়ি কয়রার হড্ডা গ্রামে যাওয়ার কথা ছিলো।
জানা যায়, পূজার ছুটিতে পরিবারের অন্যান্য সদস্যরা লঞ্চযোগে গ্রামের বাড়ি গিয়েছিলেন। তবে শুক্রবার রাতে রাজাপুর ঘাট থেকে স্বামী দিপক মন্ডলকে ফোন করে তনুমার অসুস্থতার খবর দেন। পরে রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
তনুমার মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
এটি পরকীয়া জনিত ঘটনা নাকি অন্য কোনো কারণে—সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্বামী দিপক মন্ডলই মূলত এসব তথ্য জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।