মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের চাঁদ পাড়া জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে যশোরে বড় ভাই ও ভাতিজার হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকালে ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আসলাম (৫৫), পিতা মৃত আনসার আলী। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।এই ঘটনার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আসলাম জানান, আজ বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে জমি নিয়ে তাদের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাঁর বড় ভাই আমিনুর (৬৫) এবং ভাতিজা অপু (৩৫) তাঁর ওপর হামলা চালান। হামলায় তাঁরা লাঠিসোটা ব্যবহার করেন এবং কিল-ঘুষি মারধর করেন।
স্থানীয়দের সহায়তায় ও ভিকটিমের অন্য ভাইদের তৎপরতায় আহত আসলামকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমান অবস্থা ও আইনগত পদক্ষেপ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত আসলামের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তারা জানান, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।