আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।রক্ত দিন, জীবন বাঁচান, রক্ত দিয়ে করবো মোরা মানবতার জয় “যদি করেন নিয়মিত রক্তদান, রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রাণ এ শ্লোগান কে বুকে ধারণ করে মানবতার সেবায় ডুমুরিয়া কলেজ ছাত্র-ছাত্রী ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ডুমুরিয়া কলেজ প্রাঙ্গণে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও মালেশিয়া প্রবাসীর অর্থায়নে ডুমুরিয়া কলেজ ছাত্র-ছাত্রী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহ-সভাপতি ও কলেজের প্রাক্তন ছাত্র শুভ মজুমদারের তত্ত্বাবধানে ও শরাফপুর ব্লাড ব্যাংকের এডমিন সালমান খান এর পরিচলানায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মোঃ ফেরদৌস খান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
এ ব্লাড নির্ণয় ক্যাম্পেইনে আরোও উপস্থিত ছিলেন শরাপপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদ খান,শরাফপুর ব্লাড ব্যাংকের সদস্য সাগর, সুমন, জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি সিফাত, নাঈম সহ কলেজের শিক্ষকমন্ডলী। ক্যাম্পেইনে ব্লাড টেস্ট পরিচালনা করেন, আজম ও প্রসেনজিৎ মন্ডল।
ডুমুরিয়া কলেজ ছাত্র-ছাত্রী ব্লাড ডোনার ক্লাব আজ স্থানীয় এলাকায় এক আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু রক্তদানে নয়, মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রেখেছেন এ ক্লাবটি। তীব্র গরমে পথচারীদের বিনামূল্যে পানি পান করানোর কর্মসূচি হাতে নিয়েও এ ক্লাবের সদস্যরা প্রমাণ করেছেন মানবতার সেবা শুধুমাত্র অর্থ নয়, ইচ্ছাশক্তি ও ভালোবাসার বিষয়।
রক্তদান একটি মহৎ কাজ যা একদিকে যেমন জীবন বাঁচায়, তেমনই অন্যদিকে রক্তদাতার স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নিয়মিত রক্তদানের মাধ্যমে হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি কমে যায়, পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এটি কেবল একটি জীবন রক্ষাকারী অভ্যাসই নয়, বরং মানুষের প্রতি মানুষের মমত্ববোধও বাড়ায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।