খানআরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় শান্তি,শৃঙ্খলা,প্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে অনলাইন জুয়া, কিশোর অপরাধ,নারীর প্রতি সহিংসতা,নারী শিশু বয়স্ক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সুরক্ষা,মাদক,বাল্য বিবাহ,আত্মহত্যা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা”র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(বি সার্কেল) মোঃ খাইরুল আনাম।
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুসতাক আহমেদ,ইমাম পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল গফ্ফার,উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফকরুল হাসান,মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মালেক,ইমাম মোজতোবা কামাল,শেখ আছাবুর রহমান,নাঈমুল ইসলাম নাঈম,ইসলামিক ফাউন্ডেশনের উপজেলার মডেল কেয়ারটেকার মোঃ সাইদুর রহমান,সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুল গফুর,মোঃ হাফিজুর রহমান হাফিজ,মোঃ শরিফুল ইসলাম,ইফার শিক্ষক খান আরিফুজ্জামান নয়ন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চল হতে মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মডেল মসজিদের মুয়াজ্জিন মোঃ হেদায়েতুল্লাহ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।