খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি।।খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবো’ আমরা নিরাপদ শিশু খাদ্য চাই, এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় দাতা সংস্থা Gain এর সহযোগিতায় ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটির আয়োজনে শিশুদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে পুষ্টি ক্যান্টিনের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (১২ ই নভেম্বর) দুপুর ১ টায় মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুপে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সোনামুখ পরিবার ও সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম।
সভায় প্রধান বক্তার বক্তব্যে দেন প্রকল্পের ফুড সিস্টেম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ফ্যাসিলেটর সোয়াইবুল ইসলাম সিজল।
বক্তব্য দেন দাতা সংস্থা Gain খুলনা জেলার প্রকল্প সমন্বয়কারী ইয়ুথ লিডার ও ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্যা, বিশেষ অতিথির বক্তব্য দেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার, সংগঠনের কোষাধ্যক্ষ বি এম নাজিম উদ্দিন,মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল,বিদ্যালয়ের শিক্ষক অলিয়ার রহমান,অসীম কুমার,নিরঞ্জন কুমার বিশ্বাস,ডাক্তার পুলিন বিশ্বাস,মোহাম্মদ লিয়াকাত হোসেন, স্কুলের শিক্ষার্থী সহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এ অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের সু-স্বাস্থ্য ও মান সম্মত শিক্ষা অর্জনে পুষ্টিকর খাদ্যের কোন বিকল্প নেই। “পুষ্টি ক্যান্টিন” উদ্যোগটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
শিশুদের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাবার, শিশুদের সুস্থ বিকাশের জন্য তাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকা জরুরি। শিশুর নিরাপদ খাদ্য মানেই নিরাপদ জাতি, নিরাপদ ভবিষ্যৎ।
ডুমুরিয়াতে এই প্রথম মানবাধিকার কর্মী ও নারী ইয়ুথ লিডার মুক্তা আফরোজের মাধ্যমে ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত কল্পে পুষ্টি ক্যান্টিনের উদ্বোধন হলো,যা ডুমুরিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো,এখন থেকে বিদ্যালয়ের কোমলমতী শিশুদের মাঝে পুষ্টিকর ও নিরাপদ খাবার দেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।