খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি।।আমি কন্যাশিশু’স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার(৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের হলরুপে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,পরিসংখ্যান কর্মকর্তা আবু হাসান শেখ, পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী,ইউআরসি মোঃ মনির হোসেন,বিশিষ্ট সমাজসেবক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,এ্যাডভোকেট এস এম আলমগীর হোসেন,ছাত্রনেতা এস এম তৌকুর আহমেদ সাগর প্রমুখ। এ আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষানার্থী ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র- ছাত্রী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছর ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়ে থাকে।কন্যাশিশুর প্রতি লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ হল শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।