খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের চেয়ারম্যান পদ স্থগিত রাখায় তাকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী।
আজ সকাল সাড়ে ১০ টায় বাইপাস সড়কের মোস্তাের মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে ২ ঘন্টা ব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসুচি চলাকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী জানায়, সতন্ত্র ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তুহিনুল ইসলাম। ষড়যন্ত্র করে সম্প্রতি একটি মামলায় তাকে আসামী করা হয়। তুহিনুল ইসলাম সে মামলা থেকে জামিন নিয়ে পরিষদে গেলে একটি কুচক্রি মহলের যোগ সাজসে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়। চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের বাসিন্দারা পড়েছে চরম বিড়াম্বনায়। কাংক্ষিত সেবা থেকেও বঞ্চিত হচ্ছে ইউনিয়নের মানুষ। তাকে চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল রাখাতে পরিষদের ১২ জন ইউপি সদস্যর মধ্যে ৮ জন সদস্য খুলনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন জবাব না দেয়ায় যার কারনে সেবা বঞ্চিত ইউনিয়নবাসী সড়কে আন্দোলনে নামে। এ সময় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ মোঃ মিলন খান, মোঃ জহির খান, নুর ইসলাম সরদার, পবিত্র গোলদার, পাখি বেগম, বাসুদেব মন্ডল, নিহার মন্ডল, রিক্তা বেগম, বাবু শেখ সহ আরো অনেকে বক্তৃতা করেন। ইউনিয়নবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের স্থগিত পদ বাতিল করে তুহিনকে চেয়ারম্যান পদে বহাল রাখার দাবি জানান। তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষনা দেয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।