 
							
							 
                    সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ২৮ শে অক্টোবর ২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ( মঙ্গলবার ) বিকেল ৫ টার দিকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ শূরা সদস্য অধ্যাপক স.ম এনামুল হক।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন , উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী , উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ , মাস্টার আখতার ফারুক , মাওলানা আব্দুর রকিব , আব্দুস সামাদ লিটন , জামায়াত নেতা মাওলানা ইবাদুর রহমান , মোঃ মিজানুর রহমান , মাস্টার আহসান হাবিব লুনা , মাওলানা শাহজাহান আলী , আহসান হাবিব টুকু, সিকদার মাসুদুর রহমান , সাজ্জাদুল ইসলাম রানা, সরফুজ্জামান টিপু , সাজ্জাদুর রহমান রাসেল , সাবিবর হোসেন বোরহান , আব্বাস মোল্যা , আব্দুল আজিজ , আব্দুল হান্নান , আবুল হাসান, লিয়াকত আলী, এস এম আব্দুল্লাহ , মোঃ ইলিয়াস হোসেন , আবুল বাশার মোল্যা, মোঃ নান্নু মিয়া, সোহানুর রহমান , হাফিজুর রহমান, কাজী সাজ্জাদ, মাসুদুর রহমান , ছাত্রশিবির সভাপতি মোঃ মিল্লাত হোসেন, মোঃ ইফরাদ হোসেন , মোঃ হেদায়েত হোসেন , নাহিয়ান নাফিস।
এছাড়াও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।