সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।১১ ই জানুয়ারি দিনব্যাপী তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী উপজেলার বারাসাত ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশের একটি দল সাথে নিয়ে বারাসাত ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙ্গানো সকল নির্বাচনী ব্যানার, প্যানাপ্লেক্স, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বিভিন্ন স্পটে প্যানা পোস্টার অপসারণসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না হয় সেক্ষেত্রে জনসাধারণকে অবহিত ও সচেতন করেন। সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, ১১ জানুয়ারি দিনব্যাপী বারাসাত ইউনিয়নের সকল ব্যানার, প্যানা ফেস্টুন ও পোস্টার অপসারণ ও নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ করা হয়।
নির্বাচনী আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয় সে লক্ষ্যে জনগণকে সচেতন করা হয়। তিনি বলেন, অভিযান চলাকালে কাউকে আটক করা হয় তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে। অভিযান পরিচালনাকালে বারাসাত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, থানা পুলিশ ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।