সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনা-০৪ আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী , যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , লন্ডন প্রবাসী ও খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত নিবাসী পারভেজ মল্লিক গত ১ ও ২ অক্টোবর বুধ ও বৃহস্পতিবার তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্দির পরিদর্শন করেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আনন্দ ভাগাভাগি করে নেন। পারভেজ মল্লিক সুখে দুঃখে সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভিন্ন পূজা মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় পারভেজ মল্লিক বলেন , ধর্ম যার যার , উৎসব সবার। সকল সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই পূজা উপভোগ করছে। তিনি বলেন সংখ্যালঘু বলে এ দেশে কিছু নেই।
আমাদের পরিচয় আমরা সকলেই বাংলাদেশের নাগরিক।
পারভেজ মল্লিক বলেন , “ শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় , এটি আমাদের সবার উৎসব এখানে ভ্রাতৃত্ব , সম্প্রীতি ও মিলনের বার্তা নিহিত রয়েছে। এই উৎসব আমাদের সমাজে শান্তি , সৌহার্দ্য ও সহযোগিতার চেতনা আরও দৃঢ় করবে।”
তিনি আরও আশ্বস্ত করেন , “সরকারি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বাত্মকভাবে কাজ করছে যেনো পূজার সময় কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
তিনি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন।
পারভেজ মল্লিকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন , কেএম মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু , লালিম শেখ , মোঃ আবু খায়ের , শেখ আরিফ , সরদার জিয়াউর রহমান , মোঃ গোলজার আলম , ইমদাদুল হক টনি , মোঃ ইনামুল শেখ , বাচ্চু মল্লিক , বাহার মোল্লা , মুন্না পারভেজ , টুলু মোল্লা , ফিরোজ , তুষার মল্লিক , সাহেদ , শফিক, বনি আমিন , জুয়েল শেখ , সবুজ খাঁন , সজীব , হামিম প্রমুখ ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।