দিঘলিয়া প্রতিনিধি।।দিঘলিয়া শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেল সহ বিভিন্ন মামলায় আটক ১২ জন কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। গত ১৯ শে নভেম্বর রাতভর অভিযান চালিয়ে বারাকপুর লাখোহাটি ঘোষগাতী, এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করা হয়।
সুএে জানা যায় দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এইচ এম শাহীন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম ১৯ শে নভেম্বর গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি, বারাকপুর, ঘোষগাতী এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেল সহ নাশকতা মামলার ১২ জন কে আটক করে। এবিষয়ে দিঘলিয়া উপজেলা বিএনপি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
১. হাসান শেখ (৩৩), পিতা: আকবর শেখ, সাং লাখোহাটি,২. মাহাবুর শেখ (৪০), পিতা: ইব্রাহিম শেখ শেখ, সাং- বারাকপুর ঘোষগাতী,৩. মো. সোহেল শেখ (৩৬), পিতা: মৃত:খোরশেদ শেখ, সাং- লাখোহাটি (পশ্চিমপাড়া),৪. ইকলাস শেখ (৩৭), পিতা: মৃত মোবারক শেখ, সাং-বারাকপুর,৫. গাজী হাবিবুর রহমান (হবি) গাজী (৪৯), পিতা: মৃত -দীনে গাজী,৬. আলম শেখ, পিতা: সবুর শেখ, সং: বারাকপুর,৭. জনি (৩৭), পিতা: নাজিম শেখ, সাং- বারাকপুর (বারাকপুর পূর্বপাড়া),৮.তৌহিদুল বিশ্বাস, পিতা: সলেমান বিশ্বাস, সাং- বারাকপুর, থানা: দিঘলিয়া, ৯. মামুন (৩২), পিতা: মৃত-আব্দুস সামাদ, সাং-ঘোষগাতী দিঘলিয়া।১০. এস এম মাহমুদ পারভেজ ( লিমন) (৩২), পিতা: ময়েন নিকারি, সাং- ঘোষগাতী থানা: দিঘলিয়া,১১. আজিজ শেখ (৫০), পিতা: আলতাফ শেখ, সাং-বারাকপুর ওয়ার্ড নং–০৫, থানা: দিঘলিয়া,
১২. মাজেদ মিয়া (৫০), পিতা: মৃত লতিফ সাং- বারাকপুর ওয়ার্ড নং–০৫, থানা: দিঘলিয়া
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।