এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা করেন দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব, উপজেলা খাদ্য বান্ধব কমিটি দিঘলিয়া খুলনা এর মো:রফিকুল আলম।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে এ লটারির মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা।খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হয়। নতুন ডিলার নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করার ফলে কেউ বঞ্চিত হবে না এবং কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির সুযোগ থাকবে না। সরকারের এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।অনুষ্ঠান শেষে বিজয়ী ডিলার দের নাম ঘোষণা করা হয় এবং তাকে আগামী দিনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।