দিঘলিয়া প্রতিনিধি, খুলনা।।দিঘলিয়ায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাৎ এবং ঘটনার প্রতিবাদ করায় এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রতারক চক্র অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে দিঘলিয়ার বারাকপুর মন্দির কমিটির কাছ থেকে কৌশলে উল্লেখযোগ্য মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।
বিষয়টি প্রকাশ পেলে মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক কিশোর কুমার ঘটনার প্রতিবাদ করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগী হন।
অভিযোগে বলা হয়, এরই পরিপ্রেক্ষিতে প্রতারক চক্রের একজন সদস্য ০১৭৩১০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে সাংবাদিক কিশোর কুমারকে ফোন করে সরাসরি জীবননাশের হুমকি দেয়।
ফোনে হুমকিদাতা বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করা হবে।
ভুক্তভোগী কিশোর কুমার দিঘলিয়া প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। তিনি দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে এই হুমকির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর সাংবাদিক কিশোর কুমার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন এবং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।