দিঘলিয়া প্রতিনিধি।।দিঘলিয়া থানা এলাকার বাসিন্দা জরিনা বেগম (৭৮) নামের এক বৃদ্ধা মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে তাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ছেলে নূর মোহাম্মদ খানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, মৃত হাসেম গাজীর স্ত্রী জরিনা বেগমের স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বড় ছেলে নূর মোহাম্মদ খান (৫৫) কৌশলে লিখে নিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরে ওই জমিতে থাকা আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেন তিনি।
জরিনা বেগম দিঘলিয়া উপজেলার ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার মোট সাতজন ছেলে-মেয়ে রয়েছে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, জমি নিজের নামে নেওয়ার পর থেকেই নূর মোহাম্মদ খান তার ভরণপোষণ ও দেখাশোনা বন্ধ করে দেন এবং এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।এ ঘটনায় দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি নম্বর ৮১২, তারিখ ১৬/১২/২০২৫ ইং রুজু করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।