আমজাদ হোসেন নওগাঁ।। নওগাঁ মান্দা ৪৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের অভিযোগ তুলেছে ছাত্র-ছাত্রী অভিভাবকরা, তারা মৌখিক অভিযোগে জানান যে প্রতিষ্ঠানে একসময় শত শত ছাত্র-ছাত্রীর পড়াশোনা করতো এবং শিক্ষার মান অত্যন্ত ভালো ছিল বর্তমানে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা প্রতিষ্ঠানের অফিস রুমে ক্লাস না করিয়ে বসে থেকে সময় কাটাতো ফলে শিক্ষা ব্যবস্থার মান কমে গেছে, এই কারণে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের সন্তানকে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার কথাও জানিয়েছেন।
ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং আহ্বায়ক কমিটির সহ-সভাপতি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অত্যন্ত খারাপ তাই আমি বাধ্য হয়ে আমার মেয়েকে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি।
আজ বৃহস্পতিবার ১৪/৮/২০২৫ ইং তারিখে, এ বিষয়ে সরে জমি নিয়ে গিয়ে দেখা যায়,আনুমানিক ৩ টার সময় প্রত্যেকটা ক্লাসরুমে শুধু ছাত্র-ছাত্রীরা আছে কিন্তু শিক্ষক নেই, এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, আমাদের টিফিন টাইম চলছে এবং শিক্ষা অফিসার স্যারের সাথে গ্রুপ প্রতিষ্ঠান বিষয়ে হোয়াটসঅ্যাপে মিটিংয়ে চ্যাটিং করছি।
ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান নিম্নমানের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা( এটিও) আবুল বাশার শামসুজ্জামান সাথে কথা বললে তিনি বলেন,শিক্ষার মান অবশ্যই ভালো হতে হবে। তবে ক্লাস রুমে যদি কোন শিক্ষকরা না থাকে তাহলে সেই ভিডিও আমার হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, বলে ফোন কেটে দেন।
একসময় ক্লাস ফাইভের ক্লাসরুমের ভিডিও করতে গেলে, ওই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাংবাদিকের সঙ্গে ধাক্কাধাক্কি ও খারাপ আচরণ শুরু করে।
এই ঘটনার মটিভ অন্যদিকে ঘুরানোর জন্য, ওই স্কুল প্রতিষ্ঠানের প্রাচীরের কথা বারবার উল্লেখ করে, বিভিন্নজনের কাছে ফোন দিয়ে সাংবাদিককে হেনস্থা করার চেষ্টা করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।