খুলনার খবর ||খুলনা সদর থানা পুলিশ নগরীর হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক ও হোটেল সবুজ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে।
২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ এ অভিযান চালায়। কেএমপি পুলিশের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, সোহাগ শেখ (৩৪), শাহবুদ্দীন শেখ (৩৯), জাহাঙ্গীর হোসেন (৬০), সেলিম খান (৪০), আছিয়া খাতুন (২৫), ফাতেমা (২০), শ্রাবন্তী মন্ডল (২৬), আমেনা বেগম (৩০), পল্টু মোল্লা (২৮), শীলা খাতুন (২২), রনি শেখ (২০), বাসনা রানী (২৫), শারমিন আক্তার (১৯), জান্নাতুল ফেরদৌস (১৯), আনারতী দাস (৩০), মিম আক্তার রিয়া (১৯), আছমা বেগম (৩০), শিখা বেগম (২৩), জান্নাতুল (২৪) ও রুবিনা খাতুন (২৭)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।