কালিয়া প্রতিনিধি, নড়াইল।।নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত মোঃ ইমদাদ আলী হত্যা ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।বুধবার ২৬/১১/২০২৫ সকালে নিহতের (স্ত্রী) সোনিয়া আক্তার বাদী হয়ে নড়াগাতী থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে ৯নং বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নড়াগাতী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক চুন্নু শেখ-সহ ১৩ জনকে পাশাপাশি অজ্ঞাত আরও ৭–৮ জনকে আসামি উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে যোগানিয়া বাজারস্ত আমতলায় বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান তার লোকজন নিয়ে ইমদাদকে কুপিয়ে হত্যা করে এমনই অভিযোগে উল্লেখ রয়েছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশিকুর রহমান জানায়, মামলা গ্রহণ করা হয়েছ (মামলা নং ৪) এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।