শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা।।সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মারকাযুল উলূম খুলনার মিলনায়তনে ‘নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশে’র উদ্যোগে আয়োজিত ‘”সীরাতুন্নবী কনফারেন্সে” প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা উপমহাদেশে মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং নববী সুন্নাহ ও আদর্শের মারকায। সেই হাটহাজারী মাদরাসায় সুন্নী নামের ভন্ডরা হামলা করেছে এটা খুবই দুঃখজনক এবং গর্হিত কাজ। কওমী মাদ্রাসার উপর হামলা করে বিদআতীরা প্রমাণ করে দিলো তারা আসলে আশেকে রাসুল সা. নয় বরং নবীজির দুশমন।
সংগঠনের সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, আলহাজ্ব আলমগীর হোসেন, আলহাজ্ব তাজাম্মল হোসেন মিঠু, মুফতী রকিব উদ্দিন, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী জিয়াউর রহমান, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী হুমায়ূন কবীর, মুফতী আব্দুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাষ্টার আজিজুর রহমান প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।