নিজস্ব প্রতিনিধি || খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “বিএনকিউএফ প্রতিপালন ও জিইডি বিষয়ক কর্মশালার আলোকে ” অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞানকে প্রসারিত করুণ” শীর্ষক শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক মো: আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর কানাই লাল সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডীন,ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স এর ফারজানা আক্তার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক,ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ডিরেক্টর (লিয়াজো),বোর্ড অব ট্রাস্টি,শেখ মাহরুফুর রহমান,আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক, মো: মেহেদী হাসান। সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জোবাইরা আফসানা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক তাজুল ইসলাম। পাশাপাশি উক্ত সেমিনারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।