নিজস্ব প্রতিবেদক।। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির তত্ত্বাবধানে ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে খুলনায়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার প্রশাসনিক ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় সেমিনারে অংশগ্রহণকারী চাকুরী প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে চাকুরীর বাজারে প্রতিযোগিতা করে নিজেকে প্রমাণ দিতে হবে। আর এর জন্য প্রয়োজন আধুনিক শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দেওয়া।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স এর ফারজানা আক্তার। তিনি তার বক্তৃতায় বলেন, চাকুরী পাওয়া নয় বরং চাকরি তৈরি করতে হবে আমাদেরকে। আর এটা করতে পারলে বেকারত্বের হার কমে যাবে। অনুষ্ঠানে স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,সেফগার্ড স্পেশালিস্ট, জিসিএ প্রজেক্ট ইউএনডিপি বাংলাদেশের, জয়নাল আবেদীন। তিনি তার দীর্ঘ বক্তৃতায় সেমিনারে অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদেরকে বলেন, বর্তমানে চাকুরীর বাজারটা প্রতিযোগিতামূলক, আর এই প্রতিযোগিতামূলক চাকরি বাজারে স্থান পেতে গেলে আধুনিক শিক্ষার পাশাপাশি দক্ষতার সাথে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তা না হলে বর্তমান চাকরি বাজারে টিকে থাকা সম্ভব না। সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ফিউচার ন্যাশনের ইয়ুথ এনগেজমেন্ট অফিসার আবু আঞ্জুম আলিফ ও মো: তরিকুল ইসলাম।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক এ সেমিনারটির আয়োজনে ভূমিকা রাখে, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, গ্রামীণফোন ও ইউএনডিপি।
পরে বিকালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেতুলতলা মোড়স্ত ভবন ২ এ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক একই সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, ডীন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।