মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার দেওয়ার পর খুলনা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে জরুরী সংবাদ সম্মেলন করেছে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক।
শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার কাজিমুছাস্থ নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও বিএনপির সদস্য সংগ্রহ-পুরাতন সদস্য নবায়ন কমসুচির খুলনা জেলা টিম প্রধান রফিকুল ইসলাম রফিক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজপথে গণতন্ত্র লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন। সেই নেতাকর্মীদের খাটো করে দেখার সুযোগ নেই। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তাঁকেই কাঁদে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করবো। কিন্তু বর্তমান অসাধু ব্যক্তিরা নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ও দলের মধ্যে ভাঙ্গন ধরানোর জন্য ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন। পোষ্টে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে ও আমার (রফিকের) পক্ষে পোস্ট দিচ্ছেন। কিন্তু এই ধরনের রাজনীতি আমি সমর্থন করি না এবং যারা এইসব পোস্ট করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন,সকল অপশক্তির বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। ‘খুলনা বিএনপি’ নামে খোলা ফেসবুক আইডি থেকে পোস্ট করা ছবি তিনি সাংবাদিকদের দেখিয়ে বলেন, আমি এই গুলো সমর্থন করি না।
এসময় তিনি কয়রা পাইকগাছা টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও বেতগ্ৰাম থেকে কয়রা সড়ক সংস্কারের জন্য দাবিও জানান। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট দিপংকর সাহা, হুমায়ূন কবির, এডভোকেট সরোয়ার মাহবুব, শহিদুল জোয়াদ্দার, আক্তার হোসেন, নকিম উদ্দিন জোয়াদ্দার, জাহিদুল ইসলাম, জিএম ফারুক হোসেন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।