সরদার জিয়াউর রহমান || আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন “শারদীয় দুর্গোৎসবে আপনারা মন খুলে আনন্দ করুন, পূজোয় আপনাদের সকল নিরাপত্তার দায়িত্ব আমার। আমি চাই তেরখাদার সকল ধর্মের মানুষ একসাথে এক ছাতার নিচে ভাতৃত্ব বোধ বজায়রেখে বসবাস করবে। আপনাদের পূজা মন্ডপে যেমন ঢোল বাজবে তেমনই নামাজের সময় নামায হবে।” আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তেরখাদার নিজ বাসভবনে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে পারভেজ মল্লিক বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।
এসময় দুর্গাপুজোর সার্বিক নিরাপত্তায় তেরখাদা তথা খুলনা ৪ আসনের অন্তর্ভুক্ত প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে টাস্কফোর্স গঠন করে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
পারভেজ মল্লিক বলেন, আমি তেরখাদা তথা খুলনা ৪ আসনে এমন সম্প্রীতি দেখতে চাই যেখানে মুসল্লিরা নামাজ পড়তে কোন বাধা পাবে না তেমনই হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালনে কোন বাঁধা পাবে না।
তিনি বলেন, মানুষ সামাজিক জীব। আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গেই সবকিছু করবো। কিন্তু আমরা যার যার ধর্ম সেই সেই পালন করবো, কারো ধর্ম পালনে কেউ কাউকে বাধা দেব না। অনেকে অপপ্রচার চালায়- ‘বিএনপি হচ্ছে হিন্দুবিরোধী দল সংগঠন।’ আমরা জোর গলায় বলতে পারি, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ থাকে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, আমরা হিন্দু-মুসলিম এক সাথে এদেশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। হাসিনা পালিয়ে যাওয়ার পর দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্ডপ বিএনপি নেতাকর্মীরা পাহারা দিয়েছে। আগামীতেও সবাইকে এক সাথে মিলেমিশে বসবাসের আহ্বান জানান।
তারা বলেন, তেরোখাদায় মুসলিম ও হিন্দু ধর্মাবুরম্বীরা একে অপরের পরিপুরক। রাষ্ট্রের ক্রান্তিলগ্নে যখনই প্রয়োজন হয়েছে আমরা একসঙ্গে কাজ করেছি। বিগত সরকার আমাদের ওপর আওয়ামিলীগের ট্যাগ লাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা এই দেশের সাধারণ মানুষ। আমরা চাই নিরাপত্তা ও নাগরিক অধিকার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ১ নং আজগড়া ইউনিয়নের সভাপতি- বাবু বিপুল চন্দ্র মল্লিক, ২নং বারাসাত ইউনিয়নের সভাপতি পার্থ বরন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুবাস বাওয়ালী, ৩নং ছাগলাদাহ ইউনিয়নের সভাপতি বাবু সমীর ঢালী, ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের সাপতি বাবু সন্তোশ বিশ্বাস, ৫নং তেরখাদা ইউনিয়নের সভাপতি বাবু প্রভাস সাহা, ৬ নং মধুপুর ইউনিয়নের সাপতি বাবু দিলিপ মল্লিক এছাড়াও বক্তব্য রাখেন, বাবু সুনিল সাহা, বাবু অসিম সাহা, বাবু প্রভাস সাহা, শ্রীমতি পাখি রানি বিশ্বাস প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।