পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাচাই-বাছাই পূর্বক দেশের সাত গুণিজনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
শণিবার (১৫ নভেম্বর-২৫) বিকেলে ৪ টায় কেশবপুরের আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে (৩ তলা) “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর উদ্যোগে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণীজন সম্মাননায় ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। স্বাগত বক্তব্য রাখেন, “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।
সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাসাসেস প্রবর্তিত তিন ব্যক্তিকে ‘বঙ্গভূষণ খেতাব’ ও চার ব্যক্তিকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। বঙ্গভূষণ খেতাব প্রাপ্তরা হলেন, অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহিত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)। মহাকবি মধুসূদন পুরস্কার প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মণ্ডল (প্রবন্ধ-গবেষণা), জাহীদ ইকবাল (সাহিত্যে সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘোষ (নাটক)। প্রয়াত অবলাকান্ত মজুমদারের পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন, তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।
অনুষ্ঠানের সভাপতি, উদ্বোধক ও প্রধান অতিথি সম্মাননা প্রাপ্ত গুণিজনদের ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অধ্যাপক তাপস মজুমদার ও মানব মণ্ডল-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিত্রশিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা।
গুণিজনদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, লেখক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কবি ও কথাসাহিত্যিক জাহীদ ইকবাল ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন, যশোর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ এর প্রভাষক ও কবি এম এ কাসেম অমীয়, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম আক্তার মুকুল, প্রতিষ্ঠানের সহ-সভাপতি কবি ইব্রাহিম রেজা, সহ-সাধারণ সম্পাদক কবি মনছুর আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক সুপ্রাত বসু, অবঃ শিক্ষক মনোজ কুমার হালদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, শিক্ষক আব্দুল আহাদ, কবি রিয়াজ লিটন, কবি ও সংগঠক মাসুদা বিউটি, কবি সুব্রত বসু, কবি অলোক বসু বাপী, তিতুমীর জালাল, ক্রীড়ামোদী সমীর দাস, কবি ও ছড়াকার দীপক বসু, এম,জি মহশীন, অপু দেবনাথ, আমিনুর রহমান বুলবুলি প্রমূখ।প্রায় ষাটোর্ধ কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কবিদের মিলন মেলায় পরিনত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।