মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর: বেতন স্কেলের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নেন তাঁরা। এই কর্মসূচিতে যশোর সদর হাসপাতাল ও আশপাশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আনুমানিক ২০ থেকে ৩০ জন পেশাজীবী অংশ নেন।
কর্মবিরতির কারণে সদর হাসপাতালের ফার্মেসি, প্যাথলজি, এক্স-রে, সিটি স্ক্যান ও ব্লাড ব্যাংক সাময়িকভাবে বন্ধ থাকায় রোগীসেবা চরমভাবে ব্যাহত হয়। কর্মসূচি সমন্বয়কারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে এই পথে নেমেছেন এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।