খুলনার খবর।।বটিয়াঘাটা উপজেলায় নিজ বাড়ি থেকে সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দরোগারভিটা শান্তিনগর এলাকার নিজ বাড়ির বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুফিয়া বেগম শান্তিনগরের আব্দুল হান্নান মাতব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃদ্ধা সুফিয়া বেগম একা বসবাস করতেন। তার সন্তানরা খুলনা শহরে থাকেন। সোমবার সকালে এক প্রতিবেশীর স্ত্রী তার বাড়িতে গিয়ে বারান্দায় রক্তাক্ত অবস্থায় সুফিয়া বেগমকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার জানান, নিহত সুফিয়া বেগমের মাথার ডানপাশে ও বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তাকে হত্যার পর বারান্দার সামনের খড়কুঁটোর উপর ফেলে রাখা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।