 
							
							 
                    খুলনার খবর।।আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।রোববার রাতে কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভায় এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ৪ দিনের কর্মসূচি সফল করতে ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবীর, মুর্শিদ কামাল, মজিবর রহমান, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান মিরাজ, রবিউল ইসলাম রুবেল, এড. হালিমা আক্তার খানম, কে এম জলিল প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ৬টি উপ-কমিটি গঠন করা হয়।
কমিটিগুলো যথাক্রমে, শেখ সাদীকে আহবায়ক ও মিরাজুর রহমান মিরাজকে সদস্য সচিব করে ৫১ সদস্যের শৃঙ্খলা উপ-কমিটি, কে এম হুমায়ুন কবীরকে আহবায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ৩১ সদস্যের সাজসজ্জা উপ-কমিটি, চৌধুরী হাসানুর রশীদ মিরাজকে আহবায়ক ও মজিবর রহমানকে সদস্য সচিব করে যোগাযোগ উপ-কমিটি, মাসুদ পারভেজ বাবুকে আহবায়ক ও আব্দুল আজিজ সুমনকে সদস্য সচিব করে ব্যবস্থাপনা উপ-কমিটি, মিজানুর রহমান মিলটনকে আহবায়ক ও রকিবুল ইসলাম মতিকে সদস্য সচিব করে মিডিয়া উপ-কমিটি, শেখ ইমাম হোসেনকে আহবায়ক, কে এম এ জলিলকে যুগ্ম-আহবায়ক ও ইঞ্জিঃ নুরুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, প্রথমদিন ১ সেপ্টেম্বর (সোমবার) সুর্যোদয়ের সাথে সাথে মহানগরীর সকল কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকল স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের কবর জিয়ারত ও সকল প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া টুটপাড়া কবরস্থানে। মহানগর, ওয়ার্ডসহ মহানগরীর সকল কার্যালয়ে আলোকসজ্জা, বিকেল ৩টায় শিববাড়ি মোড় জিয়াহল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও নগরীতে বর্নাঢ্য র্যালি।
দ্বিতীয় দিন ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। তৃতীয় দিন ৩ সেপ্টেম্বর (বুধবার) শহিদ হাদিস পার্ক, খালিশপুরের ঝিলপুকুরসহ নগরীর গুরুত্বপুর্ণ সড়ক দ্বীপে বৃক্ষরোপণ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মহানগরীর ৫ থানায় বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সন্ধ্যায় শহিদ হাদিস পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।