রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর || সামাজিক অস্থিরতা, নৈতিকতার অবক্ষয়, পারিবারিক মেলবন্ধনের অভাবে যেখানে মানুষের সাথে মানুষের দ্বন্দ সংঘাত চরমে। অবিশ্বাস, স্বার্থপরতা ও অর্থের দম্ভে রক্তের সম্পর্কও যেখানে ঠুনকো, ঠিক তার বিপরীতে এখনও এক হাড়িতে রান্না, এক সাথে বসে ধোঁয়া ওঠা ভাত খাওয়া যেন এক অলীক কল্পনার গল্প।
শুধু এক হাড়িতে ভাত রান্নাই নয়, ব্যবসা বানিজ্যের খাতাও একই। এমন পারিবারিক বন্ধন নৈতিকাচারের দেখা মিলেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত ষষ্ঠী চরণ পাল একজন দরিদ্র পাল ছিলেন। মাটির হাঁড়ি-পাতিল বানিয়ে মানুষের দ্বারে দ্বারে বিক্রি করে চলতো তার অভাবের সংসার। ষষ্ঠী পালের স্বপ্ন ছিল ছেলেদেরকে দিয়ে তিনি পালের কাজ করাবেন না। সেই ভাবনা থেকে ৫০ বছর আগে বোয়ালমারী বাজারে নিজের স্ত্রীর নামে গড়ে তোলেন মহামায়া ভান্ডার নামের একটি মুদির দোকান। শুরুতে ব্যবসা ভালো চলতো না। ১৯৯৭ সালে ১৪ এপ্রিল ষষ্ঠী পাল গত হন। মৃত্যুকালে তার ছেলেদের নির্দেশ দেন সারাজীবন একসঙ্গে থাকার।
পিতার দেখানো পথে আমৃত্যু একসাথে থাকতে চান ৬ ভাই। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ সংঘাত আর স্বার্থের ঠুনকো আঘাতে যৌথ পরিবার যেখানে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ছে, ঠিক সেই অস্থির সময়ে বোয়ালমারীর পাল পরিবার দেখালো কিভাবে রক্তের সম্পর্ককে এক ছাদের নিচে একই হাড়িতে আটকে রাখতে হয়।
টানা ৪২ বছর যাবত একছাতার নিচে চলছেন ছয় ভাই। বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধা-প্রীতির সাথে সামাল দিছেন বাবার রেখে যাওয়া ব্যাবসা প্রতিষ্ঠান মহামায়া ভান্ডার। এ যেন অটুট মায়া ও বিশ্বাসের এক মহা মেলবন্ধনের নাম।
৬ ভাইয়ের মধ্যে বড় চার ভাই গোবিন্দ পাল, বিমল পাল, অমল পাল, পরিতোষ পাল সামাল দিছেন পিতা ষষ্ঠী চরণের ব্যবসা। ছোট দুই ভাই রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও সবাই একসাথে রয়েছে।
৩০ সদস্যের পরিবারের সাংসারিক ব্যয় ছাড়াও পড়ালেখা, চিকিৎসাসহ আনুষঙ্গিক সব খরচই চলে দোকানের আয় থেকে।
মৃৎশিল্প ছেড়ে ব্যবসায়ী এ পরিবার সামাজিক ভাবে খেয়েপড়ে ভালো আছে। আছে সামাজিক মর্যাদাও, ছেলে মেয়েরাও লেখাপড়া করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। আর এ নিয়ে সন্তুষ্টও তারা।
একান্নবর্তী পরিবার ও ভ্রাতৃপ্রেমের এমন দৃষ্টান্ত প্রতিটি পরিবারে স্থাপন হলে দেশে দ্বন্দ্ব-সংহাত, ঘৃণা-বিদ্বেষের পরিবর্তে স্বর্গীয় শান্তি বিরাজ করতো বলে মনে করেন অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।