খুলনার খবর।।“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দিল যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা।
ভাইফোঁটা একটি উৎসব যা ভাই-বোনের মধুর সম্পর্ককে উদযাপন করে, যা সাধারণত কালীপূজার পর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো, ধান-দূর্বা ও আতপ চাল দিয়ে ভাইকে বরণ করা, মন্ত্র উচ্চারণ করা এবং উপহার দেওয়া ইত্যাদি রীতিনীতি রয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বাড়ীতে ভাইফোটা অনুষ্ঠান ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এই দিনে বোন তার ভাইয়ের চোখে কাজল পরিয়ে, কপালে চন্দনের ফোটা ও ধান-দুর্ব্বা দিয়ে আশির্বাদ ও মঙ্গল কামনা করে। এসময় ধুপ ও প্রদীপ জেলে উলু ও শঙ্খ ধ্বনি বাজানো হয়। অনুষ্ঠান সাজানো হয় বিভিন্ন ধরনের খাবার দিয়ে। এসময় একে অপারের মাঝে বিভিন্ন ধরনের উপহার প্রদান করে থাকেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।