1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
ভারতের পানি আগ্রাসনের কারণে গোটা বাংলাদেশ আজ বন্যার পানিতে প্লাবিত- মাওঃ ইউনুস আহমাদ - Khulnar Khobor
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোল্লাহাটে দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মচারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু খুলনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাবেক যুবনেতা সোহেল আহমেদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্লে-রোড, কে.ডি. ঘোষ ও ডাকবাংলো এলাকার সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ অভিযান পাইকগাছায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্ব নারী ছুরিকাহত গ্রামপুলিশকে গণধোলাই কেশবপুরে ভাইপোর বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন মোংলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডুমুরিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শার্শায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আলোচনা ও দোয়া আনুষ্ঠিত যশোরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান বিশ্ব এইডস দিবস যশোরে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত খুলনার সমাবেশ মঞ্চে জামায়াতের আমির ও চরমোনাই পীর   মোল্লাহাটে অভিনব কায়দায় চলছে অতিথি পাখি শিকার। ৭৪ বছর পূর্ণ করে ৭৫ বছরে পদার্পণ করলো মোংলা বন্দর ১ নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ। দিঘলিয়ায় জাতীয় পার্টি সভাপতি অ্যাড. লুৎফর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতের পানি আগ্রাসনের কারণে গোটা বাংলাদেশ আজ বন্যার পানিতে প্লাবিত- মাওঃ ইউনুস আহমাদ

  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন, খুলনা || ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন সম্প্রতি ভারতের পানি অগ্রসনের কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষীপুরসহ এতদঞ্চলে বন্যা পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে খুব সহজেই বোঝা যায় পার্শ্ববর্তী দেশ অন্যায়ভাবে বাঁধ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের নিম্নাঞ্চলগুলোতে ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে । যা মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে বলিষ্ঠভাবে এখনই সোচ্চার হতে হবে।

দুই দেশের অভিন্ন ৫৪টি নদীর ৫১টি নদীতে আন্তর্জাতিক নদী আইন অম্যান্য করে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য উজানে অসংখ্য বাঁধ, ব্যারেজ দিয়েছে এবং ভিন্নখাতে একতরফাভাবে পানি ছাড়ছে ও প্রত্যাহার করছে। ভারতের এই পানি আগ্রাসনের কারণে গোটা বাংলাদেশে আজ বর্ষায় তলিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মে মরু আকার ধারণ করছে। ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প আন্তর্জাতিক নদী আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। এই আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে আহ্বান জানান তিনি। সাথে সাথে পানিবন্ধিদের নিরাপদ আশ্রয় ও সার্বিক সহযোগীতা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান ।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকাল তিন টায় খুলনার রুপসা সেনের বাজার চত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখা এর যৌথ উদ্যোগে ছাত্র জনতার ওপর গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার ও হতাহত পরিবারকে ক্ষতিপূরণের  ব্যবস্থা করা, সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার ও পাচরকৃত অর্থ ক্রোপ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা,নির্বাচন কমিশনের পুনর্গঠন সংখ্যানুপাতিক ( PR) পদ্ধতি চালুসহ  পীর সাহেব চরমোনাই এর ঘোষিত সাত দফা প্রস্তাবনা বাস্তবায়ন এর দাবিতে আয়োজিত  গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
প্রধান বক্তার বক্তব্যে হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন স্বাধীনতার পর থেকে যারা এদেশে ক্ষমতায় এসেছে তারাই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসনের কোন বিকল্প নেই।

সভাপতিত্বের বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন দেশের এই ক্রান্তি লগ্নে এই দেশে যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছিল তাদেরকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের জনগণ এখন রাষ্ট্র ক্ষমতায় নুতন মুখ চায়।

জনগণের এই প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই। তিনি সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে পাড়ায় মহল্লায় ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান ।

জেলা শাখার সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবের যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন নগর সহ—সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ সভাপতি মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করিম, ,মোঃ রেজাউল করিম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আঃ সত্তার, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোহাঃ মুহিব্বুল্লাহ, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওঃ আসাদুল্লাহ হামিদি, এইস এম এনামুল হাসান সাঈদ মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রওশান আলী, আলহাজ্ব সরোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নাছিম উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মোঃ ওলিয়ার রহমান, মোঃ মারুফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মোঃ তরিকুল ইসলাম দবির, মোঃ নুরুল হুদা সাজু, মাওঃ আবু সাঈদ, মোঃ ইউসুফ আলী, মোঃ আকিছুর রহমান, মোঃআশরাফ আলী, আবু দাউদ, হাফেজ কারিমুল ইসলাম, গাজী মোঃ নূর ইসলাম, মোঃ শামিম হোসেন, মাষ্টার মঈন উদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, ইসমাঈল হোসেন, মাওলানা মাহবুবুল আলম, যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুস সবুর, মুফতী ফজলুল হক, যুবনেতা ইমরান হোসেন মিয়া, যুবনেতা এসকে নাজমুল হাসান, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, শ্রমিকনেতা, মোঃ রেজাউল করীম, মাওলানা ইলিয়াস হুসাইন, মোহাম্মদ ইব্রাহিম ছাত্রনেতা এস.কে আবু রায়হান, ছাত্রনেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফরহাদ মোল্লা ছাত্রনেতা মাহাদী হাসান মুন্না, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তফা আল গালিব প্রমুখ।

সমাবেশ শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৮ জন কর্মীসহ সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।