অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলার সোনাইলতলা ইউনিয়নের ৬’নং ওয়ার্ডের চাঁপড়া এলাকায় আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মোঃ রফিকুল শেখ ও সালমা বেগম দম্পতির ঘরটির সবকিছুই পুড়ে যায়।
এ ঘটনার পর শনিবার (২২ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও মোংলা–রামপাল–ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।
এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোঃ রফিকুল শেখ ও সালমা বেগম দম্পতির হাতে নগদ অর্থ, কাপড়চোপড়, চাল, ডাল, তেল’সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এ সময় আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।তিনি আরও বলেন, তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে।
এরইমধ্যে ঘর নির্মাণে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন সোনাইলতা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।এ সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার’সহ স্থানীয় নেতাকর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।