অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিশ্বজিৎ মন্ডল (৪০) ও বিকাশ মন্ডল (৫৫) এর বিরুদ্ধে।
এ ঘটনায় জমির মালিক দুলাল মন্ডল (৫৩) গুরুতর আহত হয়েছেন।গত সোমবার (২৭’অক্টোবর ) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ০৩’নং ওয়ার্ডের পশ্চিম দওেরমেঠ এলাকায় এ হামলার, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী দুলাল মন্ডল বাদী হয়ে অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডল(৪০) ও বিকাশ মন্ডল (৫৫) এর নাম উল্লেখ করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী দুলাল মন্ডলের দেওয়া তথ্য মতে জানা যায়, বিকাশ মন্ডলের সাথে আমার পৈত্রিক ভোগ দখলী জমি জমা নিয়া বিরোধ এবং বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে। বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন অবস্থায় বিকাশ মন্ডল লোভের বশবর্তী হয়ে পূর্বেও একাধিক বার আমাদের ভোগ দখলীয় জমি জবর দখল করার জন্য পায়তারা করেন। এ ব্যাপারে স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিচার সালিশের ব্যবস্থা করলে বিকাশ মন্ডল কাউকে মানে না। আমাদের ভোগ দখলীয় জমিতে আমরা সাইন বোর্ড দিতে গেলে বিকাশ মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল এসে বাঁধা প্রদান করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে বিশ্বজিৎ মন্ডল ক্ষিপ্ত হয়ে হাতে দা নিয়া আমাকে খুন করার জন্য ধাওয়া করে। তখন আমি প্রাণের ভয়ে দৌঁড়ে আমার বসত ঘরে গিয়ে দরজা বন্ধ করলে বিশ্বজিৎ মন্ডল, আমার বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায়। এ হামলা ও মারপিটের একপর্যায়ে বিশ্বজিৎ মন্ডল আমার ঘরের মালামাল ভাংচুর করে এবং আমার পকেটে থাকা নগদ আঠারো হাজার টাকা নিয়ে নেয়। তখন আমার মেয়ে দৃষ্টি মন্ডল ঠেকাতে গেলে বিশ্বজিৎ মন্ডল আমার মেয়ের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের মালা নিয়ে নেয়। আমাদের ডাকচিৎকারে আমার বাবা মা’সহ লক্ষী মন্ডল ও প্রতিবেশিরা এসে জড়ো হলে বিশ্বজিৎ মন্ডল বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন করবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী দুলাল মন্ডলের মেয়ে দৃষ্টি মন্ডল বলেন, জমি নিয়ে বিরোধটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে মামলা বিচারাধীন রয়েছে তবুও আমাদের জমি জোরপূর্বক দখল নেওয়ার জন্য আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিয়েছেন তারা।
তিনি আরও বলেন, একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু কোনো রায়ই তারা মানে না। জোরপূর্বক জমি ভোগ দখলের জন্য আমাদের ওপর হামলা করেছে। তাদের খাম খেয়ালীপনায় আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বর্তমানে আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।
এ ব্যাপারে অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডল ও বিকাশ মন্ডলের কাছে জানার জন্য তাদের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।